শনিবার, ৮ জুন, ২০১৩

۞ডাউনলোড করুন আল কুরআন সফটওয়্যার বাংলা আপনার মোবাইলের জন্য۞۞ না দেখলে মিস ۞

আসসালামুয়ালাইকুম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। কেমন আছেন সবাই। আজ আমি আপনাদেরকে একটি মোবাইল সফটওয়্যার দিবো যা দিয়ে আপনি মোবাইলে কুরআন পরতে পারবেন বাংলায়। আপনি যেখানেই যান আপনার সাথে আপনার মোবাইল থাকে, তাই আপনার মোবাইলে যদি কুরআন থাকে তাহলে আপনি আপনার অবসর সময়ে কুরআন পরতে পারবেন। পোস্টের প্রথমে আমি একটা হাদিস দিয়ে শুরু করতে চাই।


“”ইবরাহীম ইবন হামযা (র।)……… আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, তিনি রাসুলুল্লাহ (স.) কে বলতে শুনেছেন,”বলত যদি তোমাদের করো বাড়ীর সামনে একটি নদী থাকে,আর সে তাতে প্রত্যহ পাঁচবার গোসল করে, তাহলে কি তার দেহে কোনো ময়লা থাকবে? তারা বললেন তার দেহে কোনরূপ ময়লা বাকী থাকবে না। রাসুলুল্লাহ (স.) বললেন: এ হল পাঁচ ওয়াক্ত সালাতের উদাহারন । এর মাধ্যমে আল্লাহ্ তা’আলা (বান্দার) গুনাহসমূহ মিটিয়ে দেন। “” ════════════════════সহিহ বুখারি,২য় খণ্ড,হাদিস নং ৫০৩

আল কুরআন বাংলা মোবাইল সফটওয়্যারটি ডাউনলোড করুন-এই খান থেকে (৪৫০ কেবি)
আমার ফেসবুক পেজ

Blogger WidgetsPrint Blogger Widgets
Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks